বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, স্বৈরশাসক বিগত ১৭ বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল। তাকে বিতাড়িত করা হয়েছে। আজ খুনী হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই রায়ে দেশের জনগণ সন্তুষ্ট। তবে রায়ের কার্যকারীতা দেশের জনসাধারণ প্রত্যাশা করে।
সোমবার (১৭ নভেম্ববর) বিকেলে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের প্রচারণার সময় তিনি এই মন্তব্য করেন।
অ্যাডভোকেট জামান বলেন, ফ্যাসিস্ট দোসররা এখন আগুন সন্ত্রাস চালাতে পারে। আমরা জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে রাজপথে আছি। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকরা প্রস্তুত।
কেন্দ্রীয় বিএনপির সাবেক নেতা জামান বলেন, প্রিয় কোম্পানীগঞ্জবাসী আজ আমরা এক নতুন দিনের স্বপ্ন দেখি— সেই স্বপ্নের নাম ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’, যা আমাদের প্রিয় বাংলাদেশকে দীর্ঘ ফ্যাসিস্ট দুঃশাসনের অন্ধকার থেকে মুক্তি দিতে চায়। তখন গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, আর অর্থনীতি লুটপাটের শিকার। কিন্তু তারেক রহমান আমাদের হতাশ হতে দেননি; তিনি ৩১ দফা রূপরেখা প্রণয়নের মাধ্যমে নতুন স্বপ্ন, ন্যায়, সুশাসন ও সমৃদ্ধির পথ দেখালেন, কারণ প্রকৃতির মতো তিনি জানতেন— শীতের পর বসন্ত আসে।
তিনি আরও বলেন, এই দফাগুলোতে আছে ন্যায়বিচার, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক ন্যায়বিচার, কৃষক ও শ্রমিকদের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, নাগরিক নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান। কিন্তু কেবল স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস, ঐক্য ও অধ্যবসায় প্রয়োজন। তাই আমাদের লড়তে হবে, খুঁজতে হবে, জিততে হবে এবং কখনোই হার মানা যাবে না। চলুন সবাই মিলিত হই, এই ৩১ দফার পথে এগিয়ে যাই, দেশের গণতন্ত্র ও মর্যাদা ফিরিয়ে আনতে লড়াই করি, আমরা জয় করব এবং বাংলাদেশের বসন্ত আসবেই ইনশাআল্লাহ।
পরে অ্যাডভোকেট সামসুজ্জামান কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক মরহুম মো. সুজন মিয়ার কবর জিয়ারত করেন। পরে টুকেরবাজার এলাকায় এসে তিনি ৩১ দফার লিফলট বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় তার সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

