যশোরে সর্বপ্রথম কারাতে এ গ্রেডের কোচ নির্বাচিত হলেন মোহন

যশোরে সর্বপ্রথম কারাতে এ গ্রেডের কোচ নির্বাচিত হলেন মোহন

প্রেস বিজ্ঞপ্তি: কারাতে এ গ্রেডের কোচ নির্বাচিত হলেন যশোরের মোহন কারাতে একাডেমী প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন । একই সাথে কারাতে বেল্ট গ্রেডেশন পরীক্ষায়ও তিনি ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্যানে উত্তীর্ণ হয়েছেন ।

১০ ও ১১ অক্টোবর কক্সবাজারে দুই দিনব্যাপী কারাতে সেমিনার ও কোচেস গ্রেডিং এ

বংলাদেশ সোতোকান কারাতে ডু কিউ কাইয়ের ২য় কোচেস কারাতে সেমিনার ২০২৫ আয়োজন করা । এতে বাংদেশের বিভিন্ন জেলা থেকে কারাতে খেলোয়ার ও প্রশিক্ষকগন অংশগ্রহণ করেন । পরীক্ষার মাধ্যমে কোচেস গ্ৰেডিং সনদ প্রদান করা হয় । ওই পরীক্ষায় অংশ নিয়ে যশোরের মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মহাবুবুর রহমান মোহন কারাতে গ্রেড এ কোচ হিসাবে উত্তীর্ণ হয়েছেন । যশোর জেলায় এই প্রথম এ গ্ৰেডের কারাতে কোচ হিসাবে তিনি পরীক্ষায় পাশ করেন । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি সেন্সি শাহাজাদা আলম । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে ডু এসোসিয়েশন কিউকাই কারাতের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সেন্টু, কিউকাই কারাতে সভাপতি সামশির আলম ভূইয়া ,

সেন্সি আফজাল , সেন্সি রনি , খুলনা বিভাগের সোতোকান কিউ কাইয়ের চেয়ারম্যান শিহান মোহাম্মদ আলী এবং সমগ্র বাংলাদেশ থেকে আগত কিউকাই এর জেলা ব্রাঞ্চ প্রধান ও সহকারী প্রশিক্ষক এবং খেলোয়ারেরা । অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম যশোরের মোহন কারাতে একাডেমী প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন এর হাতে কারাতে এ গ্রেডের কোচের এই সনদপত্র তুলে দেন । এ সময় বেল্ট গ্রেডেশন পরীক্ষায় ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্যানের সনদ ও দেয়া হয় ।

Explore More Districts