- নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, শহরের বাইরে
- হাসিনা মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে : রিজভী
হাসিনা মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে : রিজভী
- Update Time : September, 28, 2025, 12:06 am
- 1 View
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজও কেনো দুর্বৃত্তরা দেশে অরাজকতা করতে পারছে? শেখ হাসিনা চারজনের মাধ্যমে সব অপকর্ম করেছে। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে মেরে ফেলার। এটা কোনো সভ্য দেশ হতে পারে। শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করো। এমন রক্তপিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিল। শেখ হাসিনার সরকারে থাকার জন্য শিশুদের হত্যা করেছে, প্রায় ১৪০০ জন মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এদেশের মানুষ আর এসব ঘটনার পুনরাবৃত্তি চায় না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় আওয়ামী লীগের হামলায় আহত ভূলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়া’র সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দোলন ভুইয়ার মত দলের সামান্য কর্মী রেহাই পায়নি আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব থেকে। আওয়ামী দোসররা নানান ভাবে শেল্টার নিয়ে সমাজে তান্ডব করে বেড়াচ্ছে। প্রশাসন এখানে নিশ্চুপ কেন? অপরাধীদের ছবি তো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি শুনেছি তারা বিভিন্ন বালু মহাল, ঘাট দখল করে ব্যবসা করছে। প্রশাসন কি তাহলে ঠুটোঁ জগন্নাথ হয়ে আছে? প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ বসে আছে। মানুষের মধ্যে শান্তি ও স্বস্থি নস্যাৎ এ কাজ করে যাচ্ছে।
প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়ে রিজভী বলেন, দোলন ভুইয়াকে এভাবে হামলার দায় প্রশাসনকে নিতে হবে। অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আর একটা ঘটনা যদি ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জ প্রশাসন। যদি তাদের পেছনে প্রভাবশালী কেউ থাকে তাহলে আমাদের জানান, সে যদি বিএনপির কেউ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।