ঝালকাঠির কাঠালিয়ায় ঈদ এ মিলাদুননবী (স.) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনম্মাননা স্মারক বিতরন

ঝালকাঠির কাঠালিয়ায় ঈদ এ মিলাদুননবী (স.) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনম্মাননা স্মারক বিতরন

১৮ September ২০২৫ Thursday ২:৪২:১৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির কাঠালিয়ায় ঈদ এ মিলাদুননবী (স.) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনম্মাননা স্মারক বিতরন
Screenshot

ঝালকাঠির কাঠালিয়ায় ঈদএ মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনম্মাননা স্বারক বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কায়েদাবাদ হাফিজুর রহমান তাহ্ফিজুল কুরআন মাদরাসায় ঈদএ মিলাদুন্নবী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী (স.) শুদ্ধ কুরআন তেলোয়াত, নাতে রাসুল, হামদ ও নাত এবং সুন্দর হাতের লেখাসহ বিভিন্ন ইভেন্টে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও গুনীজন অংশ গ্রহণ করেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মুহাম্মাদ নুরুল আমিন আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম সেলিম, মোঃ ফাইজুল হক সুমন, মাওলানা খাইরুল আমিন ছগির ও হাফেজ মুহাম্মাদ আব্দুল কাদেরসহ আরো অনেকে।

পরে শিক্ষার্থী, শিক্ষক ও গুনীজনদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts