কেদারপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় বক্তারা

কেদারপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় বক্তারা

১৩ September ২০২৫ Saturday ৮:০৭:১৪ PM

Print this E-mail this


ফ্যাসিস্টদের সাথে আঁতাত করা ব্যক্তি স্বেচ্ছাসেবক দলের কোন পদে আসতে পারবে না

কেদারপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় বক্তারা

আল আমিন,বাবুগঞ্জ ঃ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেল পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন এর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান মিদুল, রফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা দূয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোকন, বরিশাল মহানগর ছাত্রদল নেতা মুরাদ হোসেন পলাশ, কেদারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক কাওসার, ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক আপু,দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন বিশ্বাস,কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসেন রাজিব,সাবেক সদস্য সচিব হালিম খান সোহাগ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ মাহমুদ জুয়েল,মিরাজ , সবুজ, মুন্না,বাদল কমান্ডার, রহমতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন সরদার, রাসেল মল্লিক, রাকিব সরদারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করতে হবে।

দলের দুঃসময়ে যাদের ত্যাগ ছিল এবং আছে এমন নেতারা কমিটিতে স্থান পাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মামলা, হামলা ও জেল খেটেও দলের বিভিন্ন কর্মসূচী পালন করেছিলেন তাদেরকে প্রাধান্য দেয়া হবে। ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে যার রাজনীতি করেছে ওইসব সুবিধাবাধীরা স্বেচ্ছাসেবক দলের কোন পদে যেন আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts