বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পোকেন ইংলিশ উদ্বোধনী অনুষ্ঠান

বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পোকেন ইংলিশ উদ্বোধনী অনুষ্ঠান

বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পোকেন ইংলিশ উদ্বোধনী অনুষ্ঠান

খুলনা বয়রা,প্রধান সড়ক,  প্লট নং ৯৯, খুলনার লাইফ লাইন স্কুলের দোতলায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে  বিকাল ৪ঃ০০ টায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের উদ্বোধন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ধনঞ্জয় রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ঘোষণা করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন শিক্ষক দেবব্রত মন্ডল, ইংলিশ এক্সপার্ট আলি রেজা তাওয়াব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর অর্জনকারী সংগীতশিল্পী দ্বৈপায়ন বিশ্বাস।সভাপতির বক্তব্যে ধনঞ্জয় রায় বলেন, “সুষ্ঠু ও সৃজনশীল শিক্ষাদানের মাধ্যমে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে।” পরবর্তীতে দেবব্রত মন্ডল গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন এবং ইংলিশ এক্সপার্ট আলি রেজা তাওয়াব ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।প্রধান অতিথি মিলন বিশ্বাস দীর্ঘদিন শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে পড়াশোনার পাশাপাশি স্পোকেন ইংলিশের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সকলকে নিয়ে এক মিনিট প্রার্থনার মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আতিয়া রহমান পিয়া। তিনি শিশুদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন।অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইছানুর কবির মোড়ল, মোঃ জহির রায়হান, আল মামুন, হাসনা হেনা, মুসলিমা জাহান, নাহিদা আক্তার, সীমা আক্তার, ফয়জুন নাহার, কাজল, মিতা, সেলিনা রহিম, মাহজাবিন ইসলাম, শান্তা, লাকি প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করে ফার আমিন ইশতিয়াক, জ্যোতির্ময় মন্ডল, লুবাইনা মাহি, সানজিদা রানা, সম্প্রীতি বিশ্বাস, জুনাইরা মুনজারিন, অনন্যা বিশ্বাস, সাফা, সারা, রেদোয়ান, রিয়ান, সীন, আরাফ আল ইহান, আইয়ান রহমান, আব্দুল্লাহ সাবিত, আবু বক্কর, আরহাম নূর, আবু তালহা, সাইমুন ইসলাম ও অনন্যা। আবৃত্তি পরিবেশনায় অংশ নেন আরাফ আল ইহান, সম্প্রীতি বিশ্বাস, লুবাইনা মাহি ও আবু তালহা। আবৃত্তি এবং সংগীতের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় শিশুদের আবৃত্তি শুনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল শিশু শিল্পীদের শিক্ষনীয় উপকরণ উপহার দেন। এতে শিক্ষার্থীরা খুবই আনন্দ প্রকাশ করে।শুভেচ্ছা বক্তব্য প্রদান করে আবু তালহা (নার্সারি শ্রেণি) ও ফার আমিন ইশতিয়াক (চতুর্থ শ্রেণি)। শুভেচ্ছা বক্তব্যের পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দের প্রতিষ্ঠানের শিশু শিল্পীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরে বিশেষ অতিথি সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী ও শিক্ষক দ্বৈপায়ন বিশ্বাস।অভিজ্ঞ অভিভাবক মোঃ ইছানুর কবির মোড়ল ও মোঃ জহির রায়হান একাডেমির সুনাম ও গুণাবলী তুলে ধরেন।শেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী ঘোষণা করেন বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ধনঞ্জয় রায়।

Explore More Districts