গৌরনদীতে ভুয়া জন্মসনদেও রক্ষা পেল না বাল্যবিয়ে, নববধূ ছাড়া ফিরল বরযাত্রী

গৌরনদীতে ভুয়া জন্মসনদেও রক্ষা পেল না বাল্যবিয়ে, নববধূ ছাড়া ফিরল বরযাত্রী

৩ September ২০২৫ Wednesday ৭:৫১:৫৯ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে ভুয়া জন্মসনদেও রক্ষা পেল না বাল্যবিয়ে, নববধূ ছাড়া ফিরল বরযাত্রী

বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ভুয়া জন্মসনদ বানিয়ে বিয়ে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হয় বিয়ের আয়োজন।

অভিযানে বর ও কনের বাবাকে প্রতারণার দায়ে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মেয়েটিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে লিখিত মুচলেকাও নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি বাউরগাতি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং প্রকৃত বয়স ১৬ বছর। তবে কালকিনির রমজানপুর ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা একটি ভুয়া জন্মসনদে তার বয়স ১৯ বছর দেখানো হয়।

এ সনদের ভিত্তিতেই পূর্বনির্ধারিত তারিখে বিয়ের আয়োজন করা হচ্ছিল। বরযাত্রীসহ বরপক্ষ আসলেও শেষপর্যন্ত নববধূ ছাড়া ফিরতে হয় তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি উপস্থিত হয়ে স্কুলের নথিপত্র যাচাই করে মেয়েটির প্রকৃত বয়স ১৬ বছর বলে নিশ্চিত হন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় অভিভাবককে জরিমানা ও মুচলেকা প্রদান করানো হয়। এছাড়া বিয়েতে সহযোগিতা করার অভিযোগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts