আপনাদের কাছে অনুরোধ থাকবে বরিশাল এর মেয়েদের সম্মান বাঁচান!!

আপনাদের কাছে অনুরোধ থাকবে বরিশাল এর মেয়েদের সম্মান বাঁচান!!

২৮ May ২০২৫ Wednesday ৮:১৭:৩৯ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news-opi.php on line 7


পাঠকের মতামত:

আপনাদের কাছে অনুরোধ থাকবে বরিশাল এর মেয়েদের সম্মান বাঁচান!!

বরিশালে কিছু কিশোর গ্যাং ২০২৩ থেকে অনেক কিছু শুরু করছে। তারা মেয়ে বলে তাদের উপর কোনো আইনী ব্যাবস্থা নেয়া হয় নি!! তারা মেয়েদের কল করে হুমকি দেয়। ভিকটিম এর ফেইসবুক থেকে ভিকটিম এর পোস্ট করা ছবি নিয়ে, উপরে বাজে ক্যাপশন দিয়ে বাজে গান বসিয়ে তা পোস্ট করা হয়! এবং যারা এটার বিরোধিতা করে তাদের ফোন দিয়ে হুমকি করা হয়। আর তারা এই কাজ টি আজকে থেকে না বরং অনেক আগে থেকে শুরু করছে। তাদের কে আইনী হুমকি দিলে তারা আইন পরোয়া করে না এমন কথা যানায়!! ভিকটিম আয়শা তার ফেইসবুক প্রোফাইলে কিছু ছবি পোস্ট করে. ভিকটিম আয়শার বান্ধবী মাইজা,এবং মাইজার সাথে যুক্ত কিশোর গ্যাং এর মরিয়া হালদার বর্ষা,, আর ফারিন এরা মিলে হুমকি করে ভিকটিম আয়শা কে, এবং কিছু জিনিস নিয়ে তাকে ব্লাকমেল করে,, এবং গুম করে দেয়ার হুমকি দেয়! ভিকটিম আয়শার কাছের মানুষরা যখন এটা নিয়ে মুখ খোলে তখন তাদেরকেও বিভিন্ন হুমকি করা হয়!! বরিশাল নিউজ এর কাছে একটাই চাওয়া থাকবে, আপনার একটি বার এটা নিয়ে একটা নিউজ করলে হয় তো অনেক মেয়ে এদের শিকার থেকে মুক্তি পাবে🙏 বিস্তারিত পরার পর ইচ্ছুক থাকলে আমরা প্রমান সহ কিছু ভিডিও,,, হুমকি মুলক রেকর্ড, ছবি এইগুলো দিতে পারি!!

অভিযোগে– ভিকটিম এর মা!!

আপনাদের কাছে অনুরোধ থাকবে বরিশাল এর মেয়েদের সম্মান বাঁচান!!



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts