নড়াইলের উন্নয়ন ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান : জেলা বিএনপি সেক্রেটারি

নড়াইলের উন্নয়ন ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান : জেলা বিএনপি সেক্রেটারি

শুক্রবার (০৪ এপ্রিল) সকালে নড়াইল প্রেসক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “নড়াইলের মানুষের বেকারত্ব দূর করতে বিসিক শিল্পনগরী বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি রাস্তা-ঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু।

nrailknth-presklab.jpegঅনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাংবাদিক তারিকুজ্জামান লিটু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, এম মুনির চৌধুরী, নড়াইলকণ্ঠ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মোস্তফা কামাল ও আজিজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মুন্সি আসাদুর রহমান। এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্যরা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Explore More Districts