আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও

আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও

৩১ December ২০২৪ Tuesday ৭:২৫:২১ PM

Print this E-mail this


ভোলা প্রতিনিধি:

আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও

আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও। এমন স্লোগান নিয়ে ভোলায় মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ফেস্টুন ও লিফলেট নিয়ে তারা এ মানববন্ধন করেন। 

নতুন বছর বরণ উপলক্ষে ফানুস, পটকা, গান বাজনাসহ শব্দ দূষণ বন্ধের দাবিতে ইয়ুথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের ব্যানারে তারা এ মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন- সংগঠনের সদস্য মীর আবিদ হোসেন, মো. এমরান ও তাসমিয়াসহ অনেকে। 

তারা বলেন, নতুন বছর বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে যে কার্যক্রম হয়ে থাকে সেটি অনেকটাই অসামাজিক কর্মকাণ্ড, এসব থেকে দূরে সরে আসতে হবে। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। 

প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের এ কর্মসূচিতে আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও, এবং আতশবাজির শব্দে যাতে আর মারা যেতে না হয়সহ বিভিন্ন সামাজিক স্লোগান। 

বক্তারা আরও বলেন, সরকার যেহেতু আতশবাজি, ফানুস ওড়ানো এবং শব্দ দূষণ নিষিদ্ধ করেছে তা যেন আমরা সবাই মেনে চলি। এতে বিশৃঙ্খলা থেকে মানুষ এবং পশু-পাখিসহ জীব বৈচিত্র্য সুরক্ষিত থাকবে। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত হবে। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts