নলছিটিতে মগড় ইউপি”র প্যানেল চেয়ারম্যান গ্রেফতার 

নলছিটিতে মগড় ইউপি”র প্যানেল চেয়ারম্যান গ্রেফতার 

৮ October ২০২৪ Tuesday ১২:১৪:২১ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে মগড় ইউপি”র প্যানেল চেয়ারম্যান গ্রেফতার 

নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার  দিকে নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার মগড়  এলাকার তার বাড়ির সম্মুখ থেকে  তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের করা হয়। গ্রেফতার  জসিম উদ্দিন  ওই মামলার আসামি।

নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে রোববার রাতেই ঝালকাঠি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts