মোহাম্মদ সেলিম
টঙ্গীবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান সমিতির পক্ষে মেয়াদ বৃদ্ধির জন্য হাইকোর্টে রীট আবেদন করেন। রীট নং হচ্ছে ১১২৬২/১৯। হাইকোর্টের বিজ্ঞ বিচারকগণ শুনানীন্তে ৬ মাসের স্থীতি অবস্থা বহাল রাখার নির্দেশ দেন। সে প্রেক্ষিতে নির্বাচিত
ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পরিচালনা করা কালীন সময়ে আশরাফ হোসেন বাদল সুপ্রীম কোর্টের চেম্বার আদালতে স্থীতি অবস্থা বহালের বিরুদ্ধে আপীল করেন। এর আপীল নং হচ্ছে ২৫/২০২০। হাইকোর্টের (রীট নং ১১২৬২/১৯) আদেশটি সুপ্রীম কোর্টের চেম্বার আদালতের বিজ্ঞ বিচারক স্থীতি অবস্থা ২১/১/২০২০ তারিখে ৮
সপ্তাহের জন্য স্থগিত করেন। সুপ্রীম কোর্টের পুণাঙ্গ বেঞ্চ ১৯/৯/২০২১ তারিখে শুনানী শেষে সুপ্রীম কোর্টের চেম্বার আদালতের ৮ সপ্তাহের জন্য স্থগিত আদেশটি খারিজ করেন।
অপরদিকে হাইকোর্টের রীট পিটিশন নং ১১২৬২/১৯ শুনানী শেষে আগামী ১২/৯/২০২২ তারিখ পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির সময় বৃদ্ধির আদেশ প্রদান করেন।
এদিকে ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ রিয়াজুল কবির স্মারক নং ১২৩১/১২, ২১ জুন ২০২২ তারিখে টঙ্গীবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা/সদস্য সচিব মোঃ মোশারফ হোসেনকে পত্রের মাধ্যমে জানান যে, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক আগামী ১২/৯/২০২২ তারিখ পর্যন্ত মোঃ সফিকুর রহমান টঙ্গীবাড়ীর
ইউসিসিএ লিঃ এর বৈধ চেয়ারম্যান। পত্রে ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক দায়িত্ব পালনে টঙ্গীবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা/সদস্য সচিব মোঃ মোশারফ হোসেনকে সহযোগিতার আদেশ প্রদান করেন।
উল্লেখিত পত্রের আদেশ উপেক্ষা করে দায়িত্ব পালনে অসহযোগিতা করা টঙ্গীবাড়ী ইউসিসিএ লিঃ এর সদস্য সচিব হিসেবে টঙ্গীবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার এখতিয়ার বহিভূত। পত্রে আরো উল্লেখ করেন যে, অসহযোগিতার কারণে কোন অনভিপ্রেত ঘটনার উদ্ভব হলে তার দায়দায়িত্ব টঙ্গীবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা/সদস্য সচিব মোঃ মোশারফ হোসেনকে বহন করতে হবে। পাশাপাশি আগামী ১২/৯/২০২২ তারিখের মধ্যে টঙ্গীবাড়ী ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ সফিকুর রহমানকে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।