শ্রীনগর প্রতিনিধি:
জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় মানুষের সেবায় ৫বছর আগে স্থাপিত হয় ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল। বৃহস্পতিবার এটি ছয় বছরে পা দিলো।
এই দিন দুপুর দেড়টার দিকে কেক কাটার মধ্যে দিয়ে দিনটি স্মরণিয় করে রাখা হয়। কেক কাটার অনুষ্ঠানে সঞ্চালনা করের হাসপাতালের পরিচালক মোহাম্মদ রবিন মিয়া।
এ সময় হাসপাতালের কর্ণধার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বর্ষপূর্তিতে কেক কাটেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন।
এই সময়ে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ডিবি অফিসার ইনচার্জ আবুল কালাম, পদ্মা সেতু উত্তর থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।