শিলইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম-দোকান ভাঙচুর

শিলইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম-দোকান ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে শিলই এলাকায় প্রকাশ্যে দিবালোকে হামলায় এক ব্যবসায়ীসহ দু’’জন আহত হয়েছে।
গেল শুক্রবার ২৪ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া ঐদিন রাতের আঁধারে আতঙ্ক ছড়াতে হামলাকারীরা গভীর রাত পর্যন্ত গ্রামে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ করেছে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। এদিকে হামলাকারীরা একটি ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মামলা হয়েছে।

এই ঘটনায় আহতরা হচ্ছে দীঘিরপাড় বাজারে স্থানীয় ব্যবসায়ী ইমরান হোসেন বেপারি (৪০) ও তাঁর খালাতো ভাই গোলাম রাব্বি (২২)। তাদের দু’জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পিছনে স্থানীয় বিএনপি নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা যায়, দীঘিরপাড় বাজারে যাওয়ার পথে স্থানীয় ড্রেজার ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহাদাত বেপারি (৪৮) তার ভাগিনা হাবিবুর (২২) ও কিশোর গ্যাং লিডার মহিউদ্দিন (১৭) এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

এই সময় তাদের আত্ন চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দু’জনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।

দীঘিরপাড় বাজার ব্যবসায়ী রফিকুল খাঁন বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ স্থানীয় পর্যায়ে দু’টি পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরজমান ছিল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে সেদিন তাদের ওপর এই হামলা হয়েছে।

এই মামলার বাদী সোহেল টিটু জানান, ছোট ভাই ইমরান ও খালাতো ভাই রাব্বির ওপর স্থানীয় সন্ত্রাসী শাহাদাত বেপারি ও হাবিব গংরা হামলা চালিয়েছে। তাঁদের সাথে থাকা মুঠোফোন, স্বর্ণের চেইন, আংটি ও নগদ ২ লাখ ১৭ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত শাহাদাত বেপারী জানান, জমি নিয়ে পূর্ব থেকেই আমাদের মধ্যে বিবাদ চলছিলো। গেল শুক্রবার বাজারে হাতাহাতি ঘটনা ঘটেছে। তবে হয় দোকানের ঝাঁপ ভেঙে যাওয়ায় উভয় গ্রুপের লোকজন এতে আহত হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার এস আই রাসেল জানান, অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts