মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক হাবিবুর রহমান চৌধুরী একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে দায়িত্বরত কোতয়ালী মডেল থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মো: সুলতান নামে একজনের দায়ের করা মামলায় জসিম উদ্দীনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এজন্য বুধবার তাকে আদালতে হাজির করা হয়। পরে রিমান্ডের পক্ষে-বিপক্ষে শুনানি শেষে বিচারক জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৮ জুন নগরীর সাগরদী এলাকা থেকে গ্রেফতার করা হয় জসিমকে। পরে বিএনপির অফিস পোড়ানো সহ আরো চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের লাঠিচার্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আহত
বরিশালের খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে ব্যয় হবে ৭০১ কোটি টাকা