রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা |

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

দেশের ৮টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্র্বতী সরকার। গত বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন জেলা প্রশাসকদের মধ্যে রাজবাড়ী জেলারও নাম রয়েছে। এ জেলায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  রাজবাড়ী বার্তা  কে বলেন, তিনি রাজবাড়ীবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে জনবান্ধব প্রশাসক গড়বেন। সেইসাথে রাজবাড়ী বাসীর উন্নয়নে কাজ করবেন।
জানাগেছে, ২৫ তম বিসিএস ক্যাডার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বাড়ী টাংগাইল জেলার ভুঞাপুর উপজেলার ঘাটান্দিতে। তিনি এক কন্যা সন্তানের জনক।

এদিকে, উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা হলেন- পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাটে, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আক্তারকে রাজশাহীতে, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলামকে সিরাজগঞ্জ, অর্থ বিভাগের উপসচিব তৌফিকুর রহমানকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছে।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে ৬৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর ৩ দিন পর ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানোর লক্ষ্যে উচ্চ পর্যায়ে রদবদল শুরু করে সরকার। এ প্রেক্ষাপটে দেশের সব জেলার জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হলো।

Explore More Districts