স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
“ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৪ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪নভেম্বর) সকালে রাজবাড়ী ডায়াবেটিস সমিতির আয়োজনে, দিবসটি উপলক্ষে শহরের বিনোদপুরে ডায়াবেটিস হাসপাতালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ডাঃ নাঈমা রেজা চৌধুরী’র সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে, এ্যাডঃ দেবাহুতি চক্রবর্ত্তী, মোঃ সামিরুল হোসেন, ডায়াবেটিস হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অপূর্ব রায়, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোঃ উয়াজি উল্লাহ মন্টু। সঞ্চালনায় ছিলেন মোঃ আইনদ্দীন সেখ।
ওইসময় বক্তারা বলেন, সারাবিশ্বে ডায়াবেটিস মহামারি আকার ধারণ করেছে, এটি একটি প্রানঘাতিক রোগ। ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ৬৪.৩ কোটিতে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে মানুষ । এছাড়াও ডায়াবেটিসে আক্রান্ত ২৪ কোটি মানুষের, প্রতি দুইজনে একজন জানেন না তিনি ডায়াবেটিসে আক্রান্ত। আরোও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুষম খাবার খাওয়া, ধুমপান, মদ পরিহার করা, নিয়মিত ৬ থেকে ৮ঘন্টা ঘুমানো, মানসিক চাপ কমানো ইত্যাদি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। আলোচনা সভায় প্রায় ১৫০ জন ডায়াবেটিস রুগি উপস্থিত ছিলেন।