রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মা ইলিশ আটক করতে গিয়ে জেলেদের হামলার স্বীকার হয়েছেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল ও তার সহকারী রুহুল আমিন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার (অঃ দাঃ) মোস্তফা-আল-রাজীব জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় অভিযোগের ভিত্তিতে একটি মোটরসাইকেলে সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল ও তার সহকারী সাবেক কর্মচারী রুহুল আমিন অন্তমোর এলাকায় যান। সে সময় দুইজন জেলে পদ্মা নদী থেকে মাছ শিকার করে ফিরছিলো। তারা ওই জেলের কাছ থেকে মাছ জব্দ করেন। জেলেরা ওই সময় মাছ রেখে চলে যান। তবে অল্প সময় পর ৭/৮ জনের একদল দূর্বৃত্ত ঘটনাস্থলে আসেন এবং তাদের বেধরক মারপিট করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।