আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানা গিয়েছিল, পরিত্যক্ত হতে পারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। হয়েছেও তাই। তবে প্রথম ইনিংসের যেটুকু সময় বাংলাদেশ ব্যাটিং করার সুযোগ পেয়েছে, তাতে খুব বেশি ইতিবাচক খেলা লক্ষ্য করা যায়নি। মাঠে গড়ানো ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১০৫ রান। এক সাকিব আল হাসান আর নুরুল হাসান সোহান ছাড়া ব্যাট হাতে কেউ পাননি চেনা ছন্দের দেখা।

শুরুতে কিছুটা ভালো খেললেও আবারো ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়ে টাইগার ব্যাটাররা। ভ্রমণ ক্লান্তি, বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারা, সব মিলিয়ে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়   আফসোসের বদলে কিছুটা খুশিই হয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘৪৫ রানে ২ উইকেট, ভালো শুরুর পর বাজে ক্রিকেট খেলেছি আমরা। ফেরিতে লম্বা জার্নি, ম্যাচের আগেরদিন অনুশীলন করতে না পারা, কিছুটা সমস্যা অবশ্যই তৈরী করেছে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আমরাই ভাগ্যবান।’

তবে, ভ্রমণ ক্লান্তি কিংবা অনুশীলনের ঘাটতি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও একই  পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তবুও, পারফরম্যান্সের দিক থেকে ভালো করেছে। তাই এসব নিয়ে কোনো অজুহাত না দিয়ে ডমিঙ্গোর সোজাসাপ্টা স্বীকারোত্তি, ‘তারপরও কোন অযুহাত দেয়ার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজেও ফেরিতে ভ্রমন করেছে, ওরাও ম্যাচের আগে  অনুশীলন করতে পারেনি,তাই অযুহাত দেয়া ঠিক হবে না। আমাদের অনেকেই অনেকদিন খেলার বাইরে ছিলো। রিয়াদ-আফিফরা সাউথ আফ্রিকা সিরিজের পর এই প্রথম মাঠে নামলো। তাই একটু সমস্যা হয়েছে।’

কোনো বিরতি না নিয়েই রবিবার(৩ জুলাই) আবারো মাঠে নামবে টাইগাররা। গতকালের ম্যাচের অভিজ্ঞতাটুকুই দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাজে দেবে বলেই মনে করেন এই কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১২-১৩ ওভারে খেলাটা কিছুটা হলেও কাজে দেবে। পরের ম্যাচে ভাল হবে আশা করি।’