মেহেন্দিগঞ্জে সিদ কাটার সরঞ্জাম ফেরত আনতে গিয়ে চোর আটক।

মেহেন্দিগঞ্জে সিদ কাটার সরঞ্জাম ফেরত আনতে গিয়ে চোর আটক।

৪ September ২০২৫ Thursday ১০:৩০:২৮ PM

Print this E-mail this


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

মেহেন্দিগঞ্জে সিদ কাটার সরঞ্জাম ফেরত আনতে গিয়ে চোর আটক।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে কাজিরহাট থানার লতা ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের শফিউল্লাহ খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, সেদিন রাতে খাওয়া-দাওয়া শেষে শফিউল্লাহ খান পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার সময় স্ত্রী বাথরুমে যাওয়ার জন্য বাইরে গেলে শফিউল্লাহ টর্চলাইট নিয়ে ঘরের চারপাশে ঘুরছিলেন। এসময় তিনি ঘরের পূর্ব পাশে এক যুবককে সিদ কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করতে দেখে ফেলেন। টর্চলাইটে চোরের মুখ চিনতে পেরে ডাক দিলে সে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

পরদিন সকাল ৮টার দিকে একই ব্যক্তি চুরির সময় ফেলে যাওয়া জিনিসপত্র খুঁজতে বাড়ির পাশে বাগানে আসলে, বাড়ির মালিক তাকে চিনে ফেলে আটক করেন। খবর পেয়ে কাজিরহাট থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে এসআই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চোর শান্ত কবিরাজকে গ্রেপ্তার করে।

শান্ত কবিরাজ মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের রব কবিরাজের ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত চুরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শফিউল্লাহ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ গ্রেপ্তারকৃত শান্ত কবিরাজকে আদালতে প্রেরণ করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts