মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন | munshiganjnews.com

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন | munshiganjnews.com

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন | munshiganjnews.comমোহাম্মদ সেলিম ও গোলাম আশরাফ খান উজ্জ্বল
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের মদিনাবাজার এলাকায় মদিনাতুল মনোয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তারের হত্যাকারী আসামীদেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করেছে মহাকালীর আমজনতা। মানববন্ধনের আগে আমজনতা মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে।

সকাল থেকে আমজনতা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জরো হতে থাকে। তারপর তারা মিছিল করে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের রাস্তাতে মানববন্ধনে অংশ নেয়। মরিয়ম আক্তার (১২) মদিনাতুল মনোয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরিয়মের মৃত্যুর খবর পেয়ে তার পিতা বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন।

গতকাল রোববারের মানববন্ধনে তার পিতা ও মাতা অংশ নেন। গেল বৃহস্পতিবার মদিনাতুল মনোয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ থেকে মরিয়মের মরদেহ পুলিশ উদ্ধার করে। পরে মরিয়মের মা মায়া বেগম মুন্সীগঞ্জ থানায় মামলা করেন। মরিয়মের পরিবারের দাবি তার মেয়েকে তারা হত্যা করেছে। কিন্তু

মদিনাতুল মনোয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসার কর্তৃপক্ষের দাবি হচ্ছে মরিয়ম আত্নহত্যা করেছে। দুই পক্ষের দুই দাবিতে এই ঘটনাটি এখন ঘুরপাক খাচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ ইতোমধ্যে মাদ্রাসার সহকারী শিক্ষক ইউনুস প্রধানকে গ্রেফতার করেছে। তবে মরিয়মের পরিবারের দাবি হচ্ছে তার মেয়ের হত্যাকারী অপর দুই আসামী ইউনুসের স্ত্রী সোনিয়া (৩০) ও মদিনাতুল মনোয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষিকা হাবিবা আক্তার সুইটিকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

মদিনাবাজারে জালাল মোল্লা মদিনাতুল মনোয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসাটি মমতাজ উদ্দিন মোল্লার কাছ থেকে ঘর ভাড়া নিয়ে মাদ্রাসাটি চালূ করেন। আর এই মাদ্রাসার অধ্যক্ষ হচ্ছেন জালাল মোল্লা।
মানববন্ধন চলাকালে মরিয়মের প্রবাসী বাবা মোশাররফ হালদার বলেন, আমি গেল শনিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসেছি। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

মানববন্ধনে উল্লেখযোগ্য যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন, মহাকালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মোঃ সিদ্দিক মোল্লা, দুলাল কাজী, আবু বকর রনি, কাউয়ুম, ইকবাল গাজী, আমির হোসেন শেখ ও আমির হোসেন মোল্লা।

Explore More Districts