মুন্সীগঞ্জে বৃক্ষ মেলার উদ্বোধন

মুন্সীগঞ্জে বৃক্ষ মেলার উদ্বোধন

তোফাজ্জল হোসেন শিহাব
মুন্সীগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপন উদ্বোধনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামি প্রজন্মেই টেকসই বাংলাদেশ”।

গতকাল ৩১ জুলাই রোববার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির ভবন প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খুরশিদ আলম।

অনুষ্ঠানে বৃক্ষরোপন বৃদ্ধির পরামর্শ, বৃক্ষ রোপন অভিযান সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরে আলোচনা করেন বক্তারা।

আলোচনা সভা শেষে সামাজিক বনায়ন ও গাছ বিক্রয় লভ্যাংশ উপকার ভোগিদের মাঝে চেক হস্তান্তর করা হয়। পরে বৃক্ষরোপন মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (নেজারত) তৌহিদুল ইসলাম বারি, পৌর প্যানেল মেয়র সোহেল রানা রানু, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন চৌধুরী মাখন, মুন্সীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা (বন বিভাগ) আবু তাহের।

এ বৃক্ষমেলায় প্রথম দিনে প্রায় ১৯টি স্টলে নানা জাতের বৃক্ষ বিক্রি করতে দেখা যায়।

Explore More Districts