মুন্সীগঞ্জে নৌ পুলিশের ১১ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

মুন্সীগঞ্জে নৌ পুলিশের ১১ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস




তোফাজ্জল হোসেন শিহাব
মুন্সীগঞ্জে নৌ পুলিশের ১১ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার ৩০ জুন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, মুন্সীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল রহমানের উপস্থিতিতে উক্ত আলামত জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মিরকাদিম কাঠপট্টি এলাকায় উক্ত কার্যক্রমের আয়োজন করা হয়।

মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ লুৎফর রহমান জানান, নৌ পুলিশের জব্দকৃত অবৈধ কারেন্ট জালের বিভিন্ন সময়ের দেয়া মোট ১১টি মামলার আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মোট ৫৬ বস্তা কারেন্ট জাল। যার পরিমাণ ১৯৯২ পাউন্ড। এর মধ্যে ১৯৭৬০ পিচ ববিন। ১৯৭৭০ পিচ রেইল আদালতের নির্দেশক্রমে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২১,৮১,৯০০ টাকা।

এ সময় সদর থানার এস.আই ফরিদুজ্জামান, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এস.আই রবিউল ইসলাসসহ অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।




Explore More Districts