ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হামলা

ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হামলা

৮ September ২০২৫ Monday ৮:৩০:৫০ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হামলা

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণ করার জন্য চাঁদা না দেওয়ার কারণে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক রাশেদ খান মিঠুর উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে কে এম সবুজের বিরুদ্ধে।

সোমবার(৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।অপর দিকে আরও রাশেদ খান মিঠুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, ‘নলছিটি উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হলে কে এম সবুজের নেতৃত্বে দুই তিনজন চাঁদা দাবি করেন এবং চাঁদা না দেওয়ার কারণে নতুন ভবনে হামলা চালায় এসময় তাকে বাঁধা দিলে তিনি সাংবাদিক মোহাম্মদ মোহসীন ও রাশেদ খানের উপর অর্তকিত হামলা চালায়। এতে তারা দুজন গুরুতর আহত হয়।

আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীন ও রাশেদ খান মিঠু বলেন,কে এম সবুজ ৫ আগস্ট সরকার পতনের পরে বিভিন্ন স্থানে চাঁদাবাজী করেন।
আমরা নতুন ভবন নির্মাণ কাজ শুরু করলে ও কাজ বন্ধ করে চাঁদা দাবি করেন। আমরা চাঁদা না দিলে আমাদের ভবনে হামলা চালায় এবং আমরা তাকে বাঁধা দিলে তার নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়।

তারা আরও জানান,কেএম সবুজ নিয়মিত বরিশাল গিয়ে ইয়াবা সেবন করেন এবং চাঁদাবাজী করে বরিশালে ৩৫ লাখ টাকার একটি ফ্লাট ক্রয় করেন। মূলত ইয়াবা সেবনের টাকার জন্যই আমাদের কাছে এসে চাঁদা দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত কে এম সবুজকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts