ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রতিবাদে ববিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রতিবাদে ববিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

১২ July ২০২৫ Saturday ১২:২৮:০৯ AM

Print this E-mail this


অন্তিক সাইফুল,ববি প্রতিনিধি:

ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রতিবাদে ববিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

 স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে যুবদল নেতা কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়ে তারা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে অবস্থান নেয় এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে স্লোগান দেয়।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য জুলাই গণঅভ্যুত্থান করি নাই। যথাযথ বিচার না হলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

এসময় তারা যুবদল মানুষ মরে, তারেক রহমান কি করে? সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, সারা বাংলায় খবর দেয় চাঁদাবাজদের করব দে, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ; যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান’সহ নানান ধরনের স্লোগাব দেয়।

রসায়ন বিভাগের শিক্ষার্থী রকিব মাহমুদ বলেন, গত ৯ তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগের নির্মমতাকেও হার মানায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়ছে, সেই জুলাই বিপ্লব আবার চাই না। কিন্তু যদি আবার কেউ সন্ত্রাসী হয়ে উঠার চেষ্টা করে আবারও বাংলাদেশে জুলাই আসবে।

আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ বলেন, ৫ ই আগষ্ট যে ফ্যাসিবাদের আমরা পতন ঘটিয়েছি দুঃখজনকভাবে আমরা দেখছি নতুন বাংলাদেশে নতুনভাবে ফ্যাসিবাদের পদোন্নতি দেখতে পারছি। আমরা এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। ২৪ এর আন্দোলনে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলো, আবার যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় তাহলে ফের প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। এই সন্ত্রাসীদের দেখতে চাই না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts