মোঃ আবু হানিফ সরকার নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :- বাল্য বিয়ে বন্ধে মূল সমস্যা ও বাধাসমূহ নির্ণয় করতে জনগণকে সচেতন করা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১০ অক্টোবর ) মঙ্গলবার নান্দাইল ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন কাজল। মতবিনিময় সভা পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস ও ব্র্যাক নান্দাইল শাখার উপজেলা অফিসার শামীমা আক্তার।এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল ইউনিয়নের সচিব তাইজুল ইসলাম, সকল ইউপি সদস্য, ইমাম, কাজী, হিন্দু সম্প্রদায়ের নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভায় বক্তারা বলেন, বিবাহের ক্ষেত্রে মেয়ের ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ শর্তাহীনভাবে রাখা বাঞ্চনীয়। পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের আন্তরিকতা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রান্তিক অঞ্চলে আরো জণসচেতনতা তৈরির উদ্যোগ বাড়ানাের তাগিদ দেন ।তারা বলেন বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে বলে মনে করেন বক্তারা। উল্লেখ্য যে, বাল্য বিয়ে বন্ধ, বাল্যবিয়ে ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের সচেতনতা, সহিংসতামুক্ত, জেন্ডার সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ দাম্পত্য সম্পর্ক স্থাপনে উৎসাহিত করার মাধ্যমে দম্পতিদের ক্ষমতায়িত করা ও মীমাংসিত বিরোধের টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ( সেলপ) কাজ করে যাচ্ছে।