| ১২ December ২০২৫ Friday ১১:২৬:৫৬ AM | |
নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানাযায়, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক টিম বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এনামুল হক সাগরকে নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি কলোনীথেকে আটক করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় একই অভিযানিক টিম শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদকে বিসিসি নগর ভবনের সামনে থেকে গ্রেপ্তার করেন।
কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারের পর দু’জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


