বরিশালের ৬ আসনে প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ
১৪ July ২০২৫ Monday ১২:২৩:২৪ AM
নিজস্ব প্রতিবেদক ॥
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল কালাম আজাদ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। চরমোনাই পীরের ভাই দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল-৫ (সদর) এবং বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ আসনে এবং পীরের অপর ভাই দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরকে বরিশাল-৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। চরমোনাই পীরের আরেক ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের কে প্রার্থী করা হয়েছে হিজলা-মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে। গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনেব্যবসায়ী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, উজিরপুর-বানারীপাড়া নিয়ে গঠিত বরিশাল-২ আসনে ইসলামী যুব আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম হাত-পাখার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে।
মুফীত ফয়জুল করিম প্রথমবার ২০০১ সালে সদর আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য পদে বরিশাল সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর কাছে পরাজিত হয়েছিলেন। নির্বাচনের দিন তার উপর হামলা করে নৌকার প্রার্থীর লোকজন। পরে সংবাদ সম্মেলনে দলটির আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলন আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের ৬ আসনে প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল
সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে-ফয়জুল করিম
‘আমরা এখন এতিম হয়ে গেছি, এখন কোথায় গিয়ে দাঁড়াব’