প্রশিক্ষণে ১৮টি বিষয় আলোকপাত করা হবে : সচিব

প্রশিক্ষণে ১৮টি বিষয় আলোকপাত করা হবে : সচিব

চাঁদপুর মডেল মসজিদ কমপ্লেক্সে দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের রি-ফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালে ইসলামিক ফাউন্ডেশন এর সচিব মো. ইসমাইল হোসেন বলেন, ‘ প্রশিক্ষণে ১৮টি বিষয়ে আলোকপাত করা হবে। দারুল আকরাম সম্পর্কে তিনি বিশদ ব্যাখ্যা দেন। যুগোউপযোগী শিক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। নৈতিক ও জাগতিক শিক্ষার প্রয়োজনে সরকার চেষ্টা করছেন। প্রশিক্ষণে পড়াশুনা না থাকলেও শিক্ষাণার্থী ও প্রশিক্ষকের মধ্যে বিষয়বস্ত নিয়ে আলোচনা করা হয়।’

২১ নভেম্বর সকাল ১০ টায় চাঁদপুর মডেল মসজিদ কমপ্লেক্সে দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের রি-ফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

চাঁদপুর ইসলামিক ফাইন্ডেশনের উপ-পরিচালক মো.আসাদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী। তিনি বলেন ,‘ আইন প্রয়াগ করে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই প্রয়োজন সচেতনতা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলে আপনারা মাদক, বাল্যবিয়ে প্রতিরোধসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে মানুষকে সচেতন করে নৈতিকতার অবক্ষয় থেকে মুক্ত রাখতে পারেন।’

সঞ্চালনায় ছিলেন-ইসলামিক ফাইন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও.মো.সোলাইমান । ৩ দিনব্যাপি এ প্রশিক্ষণে ২৯ জন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক অংশগ্রহণ করেন।

আবদুল গনি
২১ নভেম্বর ২০২৪
এজি

Explore More Districts