১৪ June ২০২৫ Saturday ৮:০৩:১৮ PM | ![]() ![]() ![]() ![]() |
পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বাসস্ট্যান্ডে দুই বাসের রেষারেষিতে সাবিকুন নাহার সসি নামে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তিনি বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS)-এর ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার বোয়ালীয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও আরেকটি আন্তঃজেলা বাস কার আগে ছাড়বে, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়। একপর্যায়ে বাস দুটি পাশ কাটানোর সময় সাবিকুন নাহার চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু বরিশালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনা বাসচালকদের দায়িত্বজ্ঞানহীনতা ও প্রতিযোগিতার ভয়াবহ পরিণতি হিসেবে দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা যানবাহনের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |