পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি যুযুৎ চাকমা যশ – Chittagong News

পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি যুযুৎ চাকমা যশ – Chittagong News

চট্টগ্রাম জেলার পটিয়া থানার ওসি জায়েদ নুরের দায়িত্ব অবশেষে হস্তান্তর করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে এ দায়িত্ব বুঝে নেন পটিয়া থানার নবনিযুক্ত ওসি (তদন্ত) যুযুৎ চাকমা যশ। তিনি চন্দনাইশ থানার ওসি (তদন্ত) হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে এবং পরবর্তীতে সড়ক অবরোধ করা হয়। ছাত্রদের দাবির প্রেক্ষিতে বুধবার রাত সাড়ে ১০টায় পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অবশেষে বদলী করে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। এদিকে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় আসেন এবং সড়ক অবরোধ ও থানা ঘেরাও করার বিষয়ে জানতে চান।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, এনসিপি, ছাত্র শিবির ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল ইসলাম তৌকির (২১), মো: নাদিম (২১), মো: আয়াস (১৬), মো: আকিল (১৮), মো: ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), মো: রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭), সাইফুল ইসলাম (১৮)। আহতদের মধ্যে রিদুয়ান, সাইফুল, সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ইস্যু নিয়ে গত বুধবার সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্ররা প্রথমে পটিয়া থানা ঘেরাও করে পরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের মডেল মসজিদ এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় মহা মড়কের দুই প্রান্তে শত শত দূর পাল্লার গাড়ি আটকে পড়ে। ওইদিন সন্ধ্যা ৭টায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

পটিয়া থানার ওসিকে অপসারণের জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা সময় বেঁধে দিলে রাতেই প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জে সংযুক্ত করে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts