ধনাগোদা নদীর ভাঙনে দুশ্চিন্তায় পাড়ের মানুষ

ধনাগোদা নদীর ভাঙনে দুশ্চিন্তায় পাড়ের মানুষ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে করে ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে পাড়ের বাসিন্দাদের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর গ্রামের বেশ কিছু এলাকায় এক সপ্তাহ ধরে নদীপাড়ে ভাঙন চলছে। এতে করে আতঙ্কে রয়েছেন তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ভাঙন বিষয়ে বলেন, গত সপ্তাহ থেকে আবারও নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। কারও কোনো নজর নেই। কখন যে ভেঙে আমাদের ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। এমনকি মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

স্থানীয় ইউপি সদস্য চান মিয়া বলেন, নদী ভাঙন ঠেকাতে পাড়ে ফেলা বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙন ঠেকানো না হলে স্থানীয়দের বাড়িঘর রক্ষা করা সম্ভব হবে না।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, হঠাৎ ধনাগোদা নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি আমরা জেনেছি। রোববার (১৬ ফেব্রুয়ারি) সরেজমিন পরিদর্শন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Explore More Districts