১১ September ২০২৫ Thursday ১১:২৪:৪৫ PM | ![]() ![]() ![]() ![]() |
কাউখালী (পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে এক গৃহবধুকে ইভটিজিং করার অপরাধে নিলু ডাকুয়া(৪০) নামে এক অটোরিকশা চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এই দণ্ড প্রদান করেন। অভিযুক্ত নিলু ডাকুয়া উপজেলার পার সাতুরিয়া গ্রামের মোশাররফ ডাকুয়ার ছেলে।

জানা যায়, বাঁশরী গ্রামের এক গৃহবধূ কাউখালী থেকে আনসার ভিডিপি প্রশিক্ষণ শেষে বাড়ি আসার পথে অটোরিকশা চালক গত দুই দিন ইভটিজিং করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে কাউখালী মহিলা কলেজের সামনে ইভটিজিং করার সময় ওই গৃহবধু স্থানীয়দের জানালে অটোরিকশা চালক নিলু ডাকুয়া কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সোলায়মান জানান, আসামিকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |