অবশেষে মারা গেলো নবজাতক শিশুটি

অবশেষে মারা গেলো নবজাতক শিশুটি

দীর্ঘ প্রায় ৮ ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় থাকার পর নবজাতক শিশুটি মারা গেছে। ১৪ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৯টায়  চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড হসপিটালের এনআইসিইউতে শিশুটি মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির জন্ম সম্ভবত আজই (রবিবার) হয়েছে। ভর্তি করার সময় তার অক্সিজেন লেভেল কম ছিল। বর্তমানে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। রাত অনুমান সাড়ে ৯ টায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে।

আরও পড়ুন ==>  চাঁদপুরে গোরস্থানে দাফনের সময় নড়ে উঠল নবজাতক

তবে এই ঘটনার পর চাঁদপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নবজাতকের দায়িত্ব নিতে প্রায় ১৩ জন নারী হাসপাতালে আসেন।

মারা

কে বা কারা নবজাতকটিকে মৃত ভেবে কবর দিতে চেয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ১৪ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts