সাতক্ষীরায় ৮ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত

সাতক্ষীরায় ৮ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত



Post Views:
১১৮

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ১৮৩ জন। এদের মধ্যে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩৫ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন। ১২ জন রোগীকে অন্যত্রে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডেঙ্গু জ্বর সংক্রান্ত রোববার (৬ আগস্ট ২০২৩) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, দেবহাটায় ১ জন, তালায় ১ জন, কালিগঞ্জে ৫ জন, কলারোয়ায় ৩ জন, শ্যামনগরে ২ জন এবং বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত রোগীদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, দেবহাটায় ১ জন, কলারোয়ায় ১ জন এবং বেসরকারী প্রতিষ্ঠানে ২ জন ভর্তি হয়েছেন।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts