বিএনপির সমাবেশ: সিলেটে হচ্ছে না পরিবহন ধর্মঘট!

বিএনপির সমাবেশ: সিলেটে হচ্ছে না পরিবহন ধর্মঘট!

চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে চলছে সিলেট বিএনপি আয়োজিত ১৯ নভেম্বর মহাসমাবেশের প্রস্তুতি। বিভাগীয় এ সমাবেশকে ঘিরে সিলেটে চাপা উত্তেজনা ও শঙ্কা বিরাজ করছে।এদিকে মহাসমাবেশের দিন সিলেট পরিবহন ধর্মঘটের গুঞ্জন ছিল। তবে পরিবহন মালিক শ্রমিকরা ঐদিন ধর্মঘটের কোনো প্রস্ততি নেই জানালেও বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পরিবহন ধর্মঘটের ঘোষণা আসে। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়। ইত্তেফাক অনলাইনকে এ খবর নিশ্চিত করেন সিলেট জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি মইনুল ইসলাম।এছাড়া গণসমাবেশকে সামনের রেখে বিয়ানীবাজার ও সিলেটের ওসমানীনগরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আটক করা হয়েছে অনেক নেতাকর্মীকে। মৌলভীবাজার ও হবিগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের পিটুনী ও গ্রেফতারে ঘটনাও ঘটছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতার বলছেন, বিএনপি যেখানে গণসমাবেশ করেছে সবগুলোতে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে কোনো বাধাই আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পরবে না।

Explore More Districts