ফেসবুকে মুখের কথা অনুবাদে দক্ষ এমফোরটি’র প্রকাশ (ভিডিও)

ফেসবুকে মুখের কথা অনুবাদে দক্ষ এমফোরটি’র প্রকাশ (ভিডিও)

ফেসবুকে মুখের কথা অনুবাদে দক্ষ এমফোরটি’র প্রকাশ (ভিডিও)

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ শত ভাষায় মুখের কথা অনুবাদে দক্ষ কৃত্রিবুদ্ধি মত্তা মডেল ব্যবহার করা সফটওয়্যার সিমলেসএমফোরটি ( SeamlessM4T) প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) তিনি ফেসুবকে নিজের পোস্টে এ ঘোষণা দেন।

প্রকাশিত এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ভাষায় কথা বলার লোকদের আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবে। M4T মুখের কথা থেকে লেখা, লেখা থেকে মুখের কথা, লেখা থেকে লেখা অনুবাদ এবং শত ভাষায় মুখের কথা রিকগনিশন করতে পারে।

জাকারবার্গ আরও জানান, সময়ের সাথে সাথে, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং থ্রেডগুলিতে অনুবাদ এবং প্রতিলিপি তৈরিতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার এসব অগ্রগতিকে অন্তভুক্ত করব।

`

 

কেএমএল

Explore More Districts