কানাডায় সংবাদ প্রচার বন্ধ রেখেছে মেটা

কানাডায় সংবাদ প্রচার বন্ধ রেখেছে মেটা

কানাডায় সংবাদ প্রচার বন্ধ রেখেছে মেটা

নিউজ কনটেন্ট প্রচারের বিপরীতে মেটা ও গুগলকে অর্থ দিতে বাধ্য করতে সম্প্রতি ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইন পাস করেছে কানাডা সরকার। এই আইনের প্রয়োগ ঘটলে প্রকাশকরা অর্থ পাবেন। তবে এই অর্থ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে মেটা।

আর সেকারণেই দেশটিতে কোনো ধরনের সংবাদ কনটেন্ট প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। তারা বর্তমানে এই সেবা কার্যক্রম বন্ধ রেখেছে। খবর সিবিসির।

ফেসবুক এক বিবৃতিতে কানাডার ব্যবহারকারীদের জানিয়েছে, তারা সংবাদ প্রচার স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

এর ফলে কানাডার নাগরিকরা আর তাদের নিউজ ফিডে খবর জাতীয় কনটেন্ট দেখতে পাবেন না। এই কার্যক্রম পুরোপুরি কার্যকর করতে মেটার সপ্তাহখানেক সময় লেগে যাবে।

জানা গেছে, শুধু প্রকাশকদের অ্যাকাউন্টের লিংক নয়, সাধারণ ব্যবহারকারীরাও সংবাদের কোনো লিংক শেয়ার করলে তাও আটকে দিচ্ছে মেটা।

 

এসএম

Explore More Districts