YouTube ভিডিও-তে সাবটাইটেল দেওয়া জরুরি, কী ভাবে দেবেন দেখে নিন এক নজরে

YouTube ভিডিও-তে সাবটাইটেল দেওয়া জরুরি, কী ভাবে দেবেন দেখে নিন এক নজরে

Add subtitles to Youtube Video: YouTube-এ ভিডিও তো আছে অনেক। কিন্তু হাজার রকমের ভাষা বুঝে ভিডিও দেখা তো সমস্যার। দুনিয়া জুড়ে নানা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে গেলে তাই বিভিন্ন ভাষায় সাবটাইটেল দেওয়ার প্রয়োজন রয়েছে। এক নজরে দেখে নিন YouTube-এর বিভিন্ন ভিডিওতে সাবটাইটেল যুক্ত করার উপায়।

YouTube-এ আপলোড করা ভিডিওতে সাবটাইটেল দেওয়ার উপায় –

স্টেপ ১ – প্রথমেই লগ ইন করতে হবে YouTube চ্যানেলে। এরপর প্রোফাইল পিকচারে ক্লিক করে খুলতে হবে নিজেদের চ্যানেল।

স্টেপ ২ – এরপর ক্লিক করতে হবে সেই ভিডিও, যে ভিডিওতে সাবটাইটেল যুক্ত করতে চান। এর জন্য খুলে নিতে হবে নিজেদের চ্যানেলের আপলোডেড ভিডিওর লিস্ট।

স্টেপ ৩ – এরপর খুঁজে নিতে হবে সাবটাইটেল অপশন। যা রয়েছে ডানদিকের নিচের দিকে।

স্টেপ ৪ – এরপর খুলে যাবে ইউটিউবের ‘YouTube Studio subtitle editor’। এর মাধ্যমে ঠিক করা যাবে নিজেদের সাবটাইটেল।

স্টেপ ৫ – এরপর ইউটিউবের তরফে নিজে থেকেই সেই সাবটাইটেল বসিয়ে দেওয়া হবে টেক্সট বক্সের মধ্যে। স্টুডিও পেজের টেক্সট বক্সের মধ্যে বসে যাবে সাবটাইটেল যা দেখা যাবে সেই ভিডিওতে। নিজেরা যদি মনে করেন তাহলে তা মুছে ফেলতে পারেন।

আরও পড়ুন – এবার Instagram-এ পিন করে রাখা যাবে পোস্ট, আসছে নতুন ফিচার

স্টেপ ৬ – সেই টেক্সট ডিলিট করার জন্য তিনটি ডটে ক্লিক করতে হবে এবং ক্লিক করতে হবে ক্লিয়ার টেক্সট অপশনে।

স্টেপ ৭ – এরপর টেক্সট বক্সে সাবটাইটেল লিখতে পারেন অথবা সাবটাইটেল ফাইল আপলোড করা যেতে পারে।

স্টেপ ৮ – সাবটাইটেল ফাইল আপলোড করার আগে দেখে নিতে হবে সেই ফাইল ইউটিউবে সাপোর্ট করে কিনা। এরপর সিলেক্ট করতে আপলোড ফাইল। এরপর বেছে নিতে হবে ‘উইথ টাইমিং’ অথবা ‘উইথআউট টাইমিং’।

স্টেপ ৯ – এরপর ক্লিক করতে হবে Continue অপশনে, বেছে নিতে হবে নির্দিষ্ট ফাইল।

ইউটিউবে নতুন ভিডিও আপলোড করার সময় সাবটাইটেল দেওয়ার উপায় –

স্টেপ ১ – ইউটিউবে নতুন ভিডিও আপলোড করার সময় সিলেক্ট করতে হবে ‘add subtitle’ অপশন। এটি করতে হবে যখন সেই ভিডিও ‘Video Elements’ স্টেজে থাকবে।

স্টেপ ২ – এরপর সাবটাইটেল ফাইল আগে আপলোড করে দিলে ব্যবহার করতে হবে ‘Auto sync’ অপশন।

আরও পড়ুন – এই ১০টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম

স্টেপ ৩ – এরপর আপলোড করতে হবে সাবটাইটেল ফাইল। এরপর বেছে নিতে হবে ‘উইথ টাইমিং’ অথবা ‘উইথআউট টাইমিং’।

স্টেপ ৪ – এরপর কোনও কিছু পরিবর্তন করতে হলে তা করে সেভ করতে হবে। এরপর সেই ভিডিও আপলোড করতে হবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Youtube

Explore More Districts