Year Ender 2021: দ্বিতীয় ঢেউ, মৃত্যুমিছিল, ভ‍্যাকসিন… ফিরে দেখা ২১-এর করোনাকাল

Year Ender 2021: দ্বিতীয় ঢেউ, মৃত্যুমিছিল, ভ‍্যাকসিন… ফিরে দেখা ২১-এর করোনাকাল


সালটা ছিল ২০২০। সারা পৃথিবীকে গ্রাস করল ভয়ঙ্কর সংক্রামক করোনাভাইরাস।  রোগের আতঙ্ক, মৃত্যু, সংক্রমণের দিন এবার শেষ হবে, ভ্যাকসিনও প্রায় তৈরি, এই আশা নিয়ে শুরু হল ২০২১। কিন্তু না। ভাইরাসের আতঙ্ক পিছু ছাড়েনি।  করোনার সঙ্গে লড়াই, ঘায়েল হওয়া, প্রতিরোধ গড়ে তোলা, ভ্যাকসিনে মাইলস্টোন অ্যাচিভ করা, সব মিলিয়ে ২০২১ ও ছিল ঘটনা বহুল। বছরশেষে আরও একটা লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি আমরা। ওমিক্রনের রক্তচক্ষুর মধ্যেই নতুন বছরের দোরগোড়ায় বিশ্ব। শেষবেলায় ফিরে দেখা ২১-এর করোনা যুদ্ধ। 

Explore More Districts