অনলাইনে ইউজারদের করা রিপোর্ট অনুসারে বলা হয়েছে WhatsApp তার ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে
Bangla Editor | | April 19, 2021, 3:15 PM IST
1/ 5


WhatsApp: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। কিন্তু, এই অ্যাপটিকে নিয়ে সম্প্রতি শুরু হয়েছে জলঘোলা। আপনার WhatsApp-এ কি কোনও লিঙ্ক এসেছে? কিছু ভারতীয় WhatsApp ব্যবহারকারীর ফোনে কিন্তু এসেছে। তাতে বলা হয়েছে , যে এটি অ্যাপটির থিমটিকে সবুজ থেকে গোলাপি করে তুলবে। অনলাইনে ইউজারদের করা রিপোর্ট অনুসারে বলা হয়েছে WhatsApp তার ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তবে WhatsApp ব্যবহারকারীদের দাবি,Facebook-এর মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মের যে অফিসিয়াল আপডেটটা তাদের দেখানো হয়েছে সেটা ফেক কোনও কিছু।
2/ 5


ইন্টারনেট সুরক্ষা গবেষক রাজশেখর রাজাহারিয়া (Rajshekhar Rajaharia) একটি Tweet করেছিলেন। সেই বার্তায় তিনি ব্যবহারকারীদের সতর্ক করে বলেছিলেন যে, এটা একটা ফেক লিঙ্ক, এটা আপনার স্মার্টফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারে। Pink WhatsApp লিঙ্কটি একটি APK লিঙ্ক, যা ইউজারদের বিশ্বাস করায় যে এটি তাদের স্মার্টফোনে ইনস্টল করতে হবে।
3/ 5


অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় WhatsApp-এর গোপনীয়তা অনেকটাই বেশি। গ্রাহকের অনুমতি ছাড়া WhatsApp-এ যোগাযোগ করা সম্ভব নয়। যদিও চাইলে WhatsApp-এর মাধ্যমে আপনার গতিবিধির উপরে নজরদারি করা সম্ভব। সেক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার Google Play Store অথবা Apple App Store ছাড়া অন্য কোনও ভাবে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করা হলে তা বিপজ্জনক হতে পারে। এতে আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে, যেমন ব্যাঙ্কিং পাসওয়ার্ড চুরির ক্ষেত্রে কাজে লাগাতে পারে অনলাইন হ্যাকার্সরা
4/ 5


এর আগেও একবার Pink WhatsApp ও WhatsApp Gold নামে দু’টি WhatsApp-এর ফেক ম্যালওয়্যার-এর খোঁজ করেন ইন্টারনেট সুরক্ষা গবেষকরা। WhatsApp কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে একটি রিপোর্টে বলা হয়েছে কোনও ভাবে ইমেল অথবা অন্য কোনও ভাবে আপনার কাছে অস্বাভাবিক বা সন্দেহজনক বার্তা এলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
5/ 5


পাশাপাশি আরও বলা হয়েছে অ্যাপ্লিকেশনে সন্দেহজনক যে কোনও কিছু আপনারা রিপোর্ট বা ব্লক করতে পারবেন। এবং তা খতিয়ে বিচার করা হবে। এই নিয়ে WhatsApp কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে। এই সংক্রান্ত কোনও প্রকার আপডেট এলেই জানানো হবে।