WFH: কম বাজেটে ফাস্ট ব্রডব্যান্ড? দেখে নিন 100Mbps -এর বেস্ট প্ল্যানগুলি

WFH: কম বাজেটে ফাস্ট ব্রডব্যান্ড? দেখে নিন 100Mbps -এর বেস্ট প্ল্যানগুলি

Jio Fibre ব্রডব্যান্ড প্ল্যান – Reliance Jio সম্প্রতি JioFiber নিয়ে হাজির হয়েছে। যা বাজেটের মধ্যে। অর্থাৎ ৩৯৯ টাকা একমাসের রিচার্জে 30Mbps পর্যন্ত স্পিড পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি ল্যান্ডলাইন নম্বর, যার থেকে আপনি আনলিমিটেড ফোন করতে পারবেন দেশের যে কোনও জায়গায়। আর যদি যদি বেশি ডেটা আর স্পিড চান তাহলে রয়েছে ৪৯৯ তাকার রিচার্জ, এতে আপনি পেয়ে যাবেন 40Mbps স্পিড, আর মাসে ৩৩৩৩ জিবি ডেটা। আপনি যদি 100Mbps এর প্ল্যান চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৬৯৯ টাকা।

Explore More Districts