| Suprobhat Bangladesh

| Suprobhat Bangladesh

| Suprobhat Bangladesh

সুপ্রভাত ডেস্ক »

দ্য নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য সাগর বিশ্বাস মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ বোধ করায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বড় ছেলে সাগ্নিক বিশ্বাস।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “বিকালে বাবা মিরপুর কালশির বাসা থেকে অফিসে যাওয়ার জন্য রওয়া দেন, কিন্তু অসুস্থ বোধ করায় আবার ফিরে আসেন।

“শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভূত হচ্ছিল বাবার। দ্রুত মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।”

সাগ্নিক জানান, তার বাবার হার্টের সমস্যা ছিল এবং নিয়মিত চিকিৎসক দেখাতেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হননি কখনও।

মঙ্গলবার রাতে সাগর বিশ্বাসের মৃতদেহ চট্টগ্রামে নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য হবে বলে জানান তিনি।

দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুরের কালশিতে ভাড়া বাসায় থাকতেন সাগর বিশ্বাস। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

সাগর বিশ্বাসের মৃত্যুতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু শোক জানিয়েছেন।

সূত্র : বিডিনিউজ

Explore More Districts