জানা গিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ‘কেসনা ৩৪০’ নামের ৬ আসনবিশিষ্ট এক ছোট বিমান অ্যারিজোনা থেকে ক্যালিফোর্নিয়ার দিকে আসছিল। সেই সময়ই আচমকা বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে ক্যালিফোর্নিয়ার দু’টি বাড়ির উপরে। বাড়ির পাশাপাশি সেখানে দু’টি গাড়িও ছিল। বিমান ভেঙে পড়ার তীব্র শব্দ পেতেই ছুটে আসেন এলাকার বাসিন্দারা। নিহত দুই ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানেরই যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে টেক্সাসেও একটি প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়েছিল। ওই ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন ২ জন।
Plane crash in #Santee, #California.pic.twitter.com/btP9TgyFVP
— G219_Lost (@in20im) October 11, 2021
এর আগে ২০১৯ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির উপর ভেঙে পড়েছিল একটি বিমান। ওই দুর্ঘটনার ফলে নিহত হয়েছিলেন পাঁচজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট সেসেনা ৪১৪এ বিমানটিতে যাত্রাপথেই আগুন ধরে গিয়েছিল। ক্যালিফোর্নিয়ার ইয়োরবা লিনডা অঞ্চলে ভেঙে পড়ে সেটি।
আরও পড়ুন: লাট্টুর মতো ঘুরবে এই বাড়ি, স্ত্রীকে ভালবেসে বানিয়ে দিলেন এক ব্যক্তি
আর এদিনের ঘটনার পর বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ফুটেজটি ভাইরাল হয়েছে তাতে বিমানের ধ্বংসাবশেষের বিষয়ে কিছু দেখা যায়নি। বিমানে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। তবে নিহত দুই ব্যক্তি বিমানেরই যাত্রী ছিল বলে জানিয়েছে প্রশাসন। এত খারাপ ঘটনার মধ্যেই ভালো যেটুকু খুঁজে পাচ্ছেন স্থানীয়রা, তা হল যেখানে বিমানটি ভেঙে পড়েছিল তার সামান্য দূরেই ছিল সান্তানা হাইস্কুল। মাত্র দুই থেকে তিন ব্লক দূরে থাকায় স্কুলটিতে থাকা পড়ুয়ারা বিপদের হাত বেঁচে গিয়েছে। এতেই নিশ্চিন্ত স্থানীয়রা।
Published by:Suman Biswas
First published: