আইস ফ্যাক্টরি রোডে গুদামের দেয়াল ধসে নিহত ১ – দৈনিক আজাদী

আইস ফ্যাক্টরি রোডে গুদামের দেয়াল ধসে নিহত ১ – দৈনিক আজাদী





নগরীর সদরঘাট এলাকায় টায়ারের একটি গুদামের দেয়াল ধসে এক ব্যক্তি মারা গেছেন।

তার নাম জয় দাশ(২৮)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকার সন্তোষ কুমারের ছেলে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরি রোড মোড়ের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, “শাহাবুদ্দিনের মালিকানাধীন টায়ারের গুদামের দেয়াল ধসে পড়লে সেখানে থাকা জয় দাশ চাপা পড়ে মারা যান। ওই সময় একটি ট্রাক থেকে পণ্য খালাস করা হচ্ছিল। টিনশেড গুদামটির ২২ ফুটের মতো দেয়াল গোড়া থেকে ধসে পড়ে।”




Explore More Districts