গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার ইউপি নির্বাচনের ফলাফল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার ইউপি নির্বাচনের ফলাফল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার ইউপি নির্বাচনের ফলাফল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। গোবিন্দগঞ্জের ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলেও শিবপুর ইউনিয়নের একটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত থাকায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

১৫টি ইউনিয়নে যারা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছেন- কাটাবাড়ি ইউনিয়নে জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ (নৌকা), কামাদিয়ায় মো. মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু (নৌকা), কোচাশহরে মো. জহুরুল হক (ঘোড়া), গুমানীগঞ্জে মো. মাছুদার রহমান মুরাদ (ঘোড়া), তালুককানুপুরে আব্দুর রহমান খন্দকার (ঘোড়া), দরবস্তে আবু রুশদ মো. শরিফুল ইসলাম (নৌকা), নাকাইয়ে মো. সাজু খন্দকার (চশমা), ফুলবাড়ীতে মো. আনিছুর রহমান শিবলু (আনারস), মহিমাগঞ্জে মো. আনোয়ারুল ইসলাম প্রধান (চশমা), রাখালবুরুজে মো. হাসানুর রহমান চৌধুরী ডিউক (মোটর সাইকেল), রাজাহারে মো. রফিকুল ইসলাম (মোটর সাইকেল), শাখাহারে মুহাম্মদ জাহাঙ্গীর কবির (মোটর সাইকেল), শালমারায় মো. আনিছুর রহমান (নৌকা), সাপমারায় শাকিল আকন্দ বুলবুল (আনারস) ও হরিরামপুরে মো. আজহারুল ইসলাম প্রধান (মোটর সাইকেল)।

অপরদিকে পলাশবাড়ি উপজেলায় নির্বাচিতরা হচ্ছেন- বরিশাল ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সরকার (আনারস) এবং কিশোরগাড়ি ইউনিয়নে আবু বকর (চশমা) সিদ্দিক।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts