আনোয়ারায় ইউপি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা | ctgnews.com

আনোয়ারায় ইউপি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা | ctgnews.com

       

Advertisement

৫ম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী মুক্তমঞ্চে এই সভা আয়োজন করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ার খালেদ।

Advertisement

এসময় আইনশৃঙ্খলা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা-চন্দনাইশ ,বাঁশখালী সার্কেল) হুমায়ন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, ভোট শত ভাগ সুষ্ঠ হবে এই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে আমি দিচ্ছি। জনগণের ক্ষমতা জনগণের হাতে আপনারা দিয়ে দেবেন। কোন ধরণের প্রভাব বিস্তার করবেননা বা করার চেষ্ঠা করবেন না। ভোটার যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে।

আরও বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন। এ উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।

এসময় উপজেলা প্রশাসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার,ব্যানার, অফিস নির্মান, মিটিং মিছিল ও পরস্পর বিরোধী আচরণ সম্পর্কে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেন।

এই মতবিনিময় সভায় প্রার্থীরা নিজ নিজ অভিযোগ, সমস্যা, নির্বাচনের দিন জাল ভোট প্রদান, আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভুমিকার কথা তোলে ধরেন।

এমকে

Advertisement


CTG NEWS

Explore More Districts