মনোজ বাজপেয়ীর বিপরীতে জয়া আহসান, থাকছেন চঞ্চল চৌধুরীও

মনোজ বাজপেয়ীর বিপরীতে জয়া আহসান, থাকছেন চঞ্চল চৌধুরীও

‘সাদা আমি কালো আমি’ নামের ওয়েব সিরিজে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। এই ওয়েব সিরিজে বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীও অভিনয় করবেন। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় বানাবেন সাদা আমি কালো আমি। খবর আনন্দবাজার পত্রিকার।

ষাটের দশকের নকশাল আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত হবে এই ওয়েব সিরিজ। চারু মজুমদারের ভূমিকায় মনোজ বাজপেয়ী আর লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। আর চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে।

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছরে পূজার পর শুরু হবে শুট্যিং। তৎকালীন বিতর্কিত পুলিশ কর্মকর্তা রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হবে এই সিরিজ। প্রযোজনা করছে অরিন্দম চট্টোপাধ্যায়ের সিনেক্স।

এমএন/

Explore More Districts