বগুড়ায় হয়ে গেল দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

বগুড়ায় হয়ে গেল দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

একজন উদ্যোক্তাই পারে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে। অদম্য ইচ্ছা আর চেষ্টায় এগিয়ে যায় বহুদূর। আর এই ইচ্ছাশক্তি বাস্তবায়নে প্রয়োজন উৎসাহ অনুপ্রেরণা, প্রশিক্ষণ।  উদ্যোগ গ্রহণকারীদের এমনি উৎসাহ যোগানো লক্ষ্যে বগুড়ায় আয়োজন করা হয়েছিল দুই দিন ব্যাপী উদ্যোক্তা মেলা।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে এই মেলা শেষ হয়।

বগুড়া উদ্যোক্তা গ্রুপের  আয়োজনে উদ্যোক্তা মেলার মাধ্যমে নারীদের কর্মস্পৃহা বেগবান করার লক্ষ্যে সহযোগিতা করছে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন। সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও  তানিয়া আক্তার ও আনিশা মেহজাবিন রিয়ার সঞ্চালনায় পরিচালিত হয় এই মেলা।

ফাউন্ডেশনের কর্তৃপক্ষ জানান, উদ্যোক্তা মানে যোদ্ধা। সাহসী না হলে উদ্যোক্তা হওয়া যায় না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। একজন উদ্যোক্তাকে সহজ শর্তে ঋণ দেয়ার ক্ষেত্রে তাগিদ দিয়েছেন। সফল উদ্যোক্তা হতে হলে বড় বাধা নিরসন করেছেন বর্তমান সরকার। সরকারের এ মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে।

মেলায় নানা ধরনের উদ্যোক্তাদের ২৪টি স্টল বসানো হয়। শুক্রবার সকাল থেকে শহরের অনেক নারী-পুরুষ মেলার স্টলগুলো প্রদর্শন করেন।মেলায় স্টল দেওয়া সুমী বুটিক্সের স্বত্বাধিকারী সুমী মাহমুদ বলেন, এই মেলায় ব্যপক সারা পাচ্ছি মেলার শেষ দিনেও বেচা কেনা ভালো হয়েছে। তার স্টলে রয়েছে ব্লক, বাটিক, হাতের কাজের, প্রিন্টের থ্রি পিচ, টু পিচ, শাড়ি। তুলনা তানহা ফ্যাশন এন্ড কসমেটিকস এর স্বত্বাধিকারী সেলিনা আকতার বলেন এমন মেলার আয়োজনে আমরা খুব সারা পেয়েছি। আমরা নারীরা একটা প্লাটফর্মে পরিণত হয়েছি।

Explore More Districts