দিনাজপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন – দিনাজপুর নিউজ

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন – দিনাজপুর নিউজ

দিনাজপুর সংবাদাতাঃ জেলা প্রশাসন, দুদক ও সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুর এর উদ্যোগে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ৯.৩০টায় দিনাজপুর সনাক অফিস হতে দুর্নীতিবিরোধী প্লাকাড ও দুর্নীতিবিরোধী ব্যানার সম্বলিত একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক অফিসের সস্মুখে মানববন্ধনে অংশ নেয়।

যৌথ মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার সকল কর্মকর্তা, তরুণ শিক্ষার্থী, সাধারন জনগন, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সনাকে’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোট প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও তথ্যপত্র বিতরণ বিষয়ক ক্যাম্পেইন পরিচালিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিনাজপুর জনাব খালেদ মোহাম্মদ জাকী।

জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনওডিসিএর দেয়া প্রতিপাদ্য ‘‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’’এর সাথে মিল রেখে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে; সবার অধিকার, সবার দায়িত’¡ প্রতিপাদ্য নিয়ে সনাক-টিআইবি দিবসটি উদযাপন করছে।
উপস্থিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আজিজুল ঈমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন,বিপিএমপিপি।

আলোচনা সভায় প্রধান অতিথি জানান সরকার বিভিন্নভাবে দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা চালাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে দুদক দেশে সক্রিয় পাশাপাশি বেসরকারি সংস্থা হিসেবে সনাক-টিআইবিও সামাজিক আন্দালন পরিচালনা করছে। দেশ থেকে দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলের অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালন করতে হবে। আসুন আমার নিজেরা প্রতিজ্ঞা করি, নিজে দুর্নীতি করবোনা দুর্নীতি হতে দিবো না।

প্রধান অতিথি আরও বলেন ধর্মীও দিক থেকে চিন্তা করলে অন্যের সম্পদের দিকে না তাকানো এবং অন্যের অধিকার হরণ করা থেকে বঞ্চিত থাকারও আহ্বান জানান তিনি। সরকারের উন্নয়ন কমকান্ডের বর্ণনা প্রদান শেষে তিনি জানান আসুন আমরা পরিবার থেকে দুর্নীতিকে না বলি এবং সোনার বাংলা গড়তে সহযোগীতা করি।

আলোচনায় উপস্থিত বক্তারা জানান দুর্নীতিবিরোধী আন্দেলনকে স্থায়ী রূপ দিয়ে দুর্নীতিকে একটি সহনশীল অবস্থায় নিয়ে আসার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়ক মানষিকতা প্রয়োজন। শুধুমাত্র নিয়ম বর্হিভূত অর্থ লেনদেন করাই দুর্নীতি নয়, সঠিকভাবে দায়িত্ব পালনে অবহেলা করাও দুর্নীতি। বক্তারা আরও বলেন, দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করছে আর আমাদের সস্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আমরা শুধু এই বাক্যগুলিকে কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে কাজে পরিণত করার চেষ্টা করি তাহলেই আজকের দিবস পালন স্বার্থক হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখে জেলা সেটেলম্যান্ট অফিসার জনাব সামছুল আলম, মোঃ আবু হেনা আশিকুর রহমান, উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর। জেলা চেম্বার অপ কমার্স এর সভাপতি জনাব শামীম রেজা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব গোলাম নবী দুলাল, সনাক সহ-সভাপতি জনাব অধ্যক্ষ হাজেরা হাসান, এমবিএসকে এর নির্বাহী পরিচালক জনাব রাজিয়া সুলতানা,টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান আজাদ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উপলক্ষে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য কিছু সুপরিশ প্রদান করে যেগুলি দিনাজপুর টিআইবি’র পক্ষ থেকে তুলে ধরা হয়।

Explore More Districts